Voice Chattogram

Voice Chattogram

লালমোহন বাজারের খাল দখল করে দালান নির্মাণ

লালমোহন বাজারের খাল দখল করে দালান নির্মাণ।ভোলার লালমোহন বাজারের প্রধান খালটি দখল করে দালান নির্মাণ করছেন দখলবাজরা।
গতকাল ৩১জুলাই সরেজমিনে দেখা যায় যে লালমোহন উত্তর বাজার মানু হাওলাদারের স্বমিলের উত্তর পাশেই এক সিরিয়ালে ৩ টি দালান নির্মাণ কাজ চলছে।
গত কিছুদিন পূর্বে লালমোহন বাজারের এই খালটি কিছুটা খনন কাজ হলেও বর্ষা মৌসুমের কারনে সম্পুর্ণ করা হয়নি এই খালটির কাজ।
এরই মধ্যে এই দখল বাজরা দখলে মরিয়া হয়ে উঠেছে। স্হানীয় বাসিন্দাদের দাবি এটা খালের মোড় এখানে এই ভাবে দালান নির্মাণ হলে খালের পানি আসা যাওয়ায় ব্যাপক বাঁধা সৃষ্টি হচ্ছে ভবিষ্যতে আর বড় হব। তারা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন