Voice Chattogram

Voice Chattogram

কবিতাঃ বর্ষা” লেখক ডাঃ উদয় শংকর রায়

তুমি বর্ষন মূখর কাল নও,
প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি।
তব রূপ মহিমায় কেড়ে নিয়েছো,
অনেকের অন্তরের তীক্ষ্ণ দৃষ্টি।
প্রকৃতি তোমায় সাজিয়েছে,
নিত্য নব নব অপরূপ সাজে।
যাতে করে খুঁজে নেওয়া যায়,
লাখো জনতার ভীড়ের মাঝে।
রূপ ও গুণের এক উজ্জ্বল
দৃষ্টান্ত,তুমি এই পৃথিবী পরে।
যারপরনাই রবে অসাধারণ,
সব মানুষের অন্তর জুড়ে।
ধর্ম ও জ্ঞান সাধনা যদি হয়,
তব জীবনের একমাত্র সম্বল।
কোটি কোটি মানুষের হৃদয় গভীরে,
মরণোত্তর রবে তুমি চির-সম্মুজ্জ্বল।
মননশীল কাজে চেষ্টিত থাক,
যদি তুমি আমরণ।
স্রষ্টার অবারিত আশির্বাদ,
তব জীবনে হইবে বর্ষন।
ঐশী ভক্তি আর শক্তি যদি,তব সাথে রয়।
তব এ জীবনে কোন কিছুই হারাবার নয়।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter