Voice Chattogram

Voice Chattogram

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে কাচ্চি ডাইনে অননুমোদিত কেমিক্যাল, জরিমানা

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে কাচ্চি ডাইনে অননুমোদিত
কেমিক্যাল, জরিমানা।
চট্টগ্রাম ব্যুরো: খাবারে প্রাকৃতিক মশল্লার ব্যবহারের পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানোর অভিযোগে কাচ্চি ডাইন চট্টগ্রামের জিইজি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ। এছাড়া কেএফসি ও কেন্ডি নামে দুটি প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফয়েজ উল্ল্যাহ জানান, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবারকে অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইন খাবারে কেওড়া জল ব্যবহার করছে। যেটি মোটেই উচিত নয়। এ কারণে কাচ্চি ডাইনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি আমরা কেএফসি জিইসি শাখাকে নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল তেল ব্যবহার করার জন্য সতর্ক করেছি। এছাড়া জুস কর্ণারে বাসি ফল ব্যবহার করার দায়ে ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট তিনটি খাবার প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ