Voice Chattogram

Voice Chattogram

সশস্ত্র বাহিনীকে দায় মুক্তির আহবান জানালেন সাবেক সেনা প্রধান

সশস্ত্র বাহিনীকে দায়মুক্ত করার আহবান এবং অন্তর্বর্তীকালীন সরকার ও সেনা সদরের দুরত্বের বিষয়ে মুখ খুললেন সাবেক সেনা প্রধান।
অন্তর্বর্তী সরকার ও সেনা নেতৃত্বের দুরত্বের প্রধান কারন হলো,দীর্ঘ ১৫ বছরে গুম খুন ও দুর্নীতির অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মতপার্থক্যে।
ফ্যাসিষ্ট শাসনের দায় পুরো বাহিনীর নয়,কিছু অফিসারের।
তাই রাষ্ট্রের এতবড় ক্ষতির জন্য দায়ীদের বিচারে রাজি হয়ে সশস্ত্র বাহিনীকে দায়মুক্ত করতে হবে বলে জানান সাবেক সেনা প্রধান মেজর জেনারেল অব: ইকবাক করিম ভুইয়া।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ