Voice Chattogram

Voice Chattogram

শিক্ষার আলো বিকাশে ও পাহাড়ের  জনগোষ্ঠিকে স্বাবলম্বী করতে কাজ করছে ‘বিজিবি

শিক্ষার আলো বিকাশে ও পাহাড়ের  জনগোষ্ঠিকে স্বাবলম্বী করতে কাজ করছে ‘বিজিবি।

জাতীয় নিরাপত্তা ও সীমান্তের সুরক্ষার পাশাপাশি দেশের উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে পিছিয়ে পড়া বেকার যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী মোট ৩১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। উক্ত প্রশিক্ষণে আওতায় দরিদ্র যুবকদের  ‘‘ফার্নিচার এন্ড কেবিনেট মেকিং’’, ‘‘হস্ত শিল্প (বেত ও বাঁশ)’’  ‘‘ইলেকট্রিক এবং হাউজ ওয়্যারিং’’ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

রবিবার (৩১ আগস্ট)  প্রশিক্ষণ শেষে রাজনগর  ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ভালো ফলাফল অর্জনকারী ৩ জন প্রশিক্ষণার্থীকে কর্মসংস্থান সামগ্রী প্রদান করা হয়।   

অনুষ্ঠান শেষে জোন কমান্ডার জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত অনগ্রসর ৭টি স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও, শিক্ষক-শিক্ষিকা, হেডম্যান ও কারবারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

এসময়ে জোন কমান্ডার বলেন, “অদূর ভবিষ্যতে বিজিবি স্থানীয় জনগণের সহযোগিতায় আরও উন্নয়নমুখী কর্মসূচি হাতে নেবে যাতে যুব সমাজ সঠিক পথে পরিচালিত হয় ও মাদক থেকে দূরে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি পার্বত্য এলাকার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে চায়, যাতে তারা মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  
বিজিবি কর্তৃক পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ