বর্ণাঢ্য র্যালি ও আলোচনায় লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম তারা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির।
লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের রাঙ্গামাটির জেলা সাধারণ সম্পাদক আবু নাছের, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন সাকুসহ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জুলাই বিপ্লবের শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, পবিত্র কুরআন তেলওয়াত, ১০জন মাদ্রাসা ছাত্রকে কোরআন শরিফ উপহার, জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়। এর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন সভাস্থলে এসে মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রাম ও জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়। কিন্ত একটি মহল পিএলের পদ্ধতিতে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে, কারণ তারা জানে নির্বাচনে গেলে তারা দুই একটি আসনে পাবেনা। বিএনপি এ নির্বাচন নির্বাচন চায়, বিএনপি পিএলের পদ্ধতি কখনো মেনে নিবে না।
বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লবের পর একটি মহল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, তাদের এসব মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকে "তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষেই হউক " এই লক্ষ্যে আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন দরিদ্র ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান।