লংগদুতে ৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা, পাহাড় কাটার অভিযোগ।
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই ৫নং ওয়ার্ডে পাহাড় কেটে প্লট বিক্রির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি।
স্থানীয় সড়ক উন্নয়ন মূলক কাজে ব্যবহারের জন্য অনুমোদনহীন ভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত করে ৬ জনের নামে পৃথকভাবে মামলা করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন মোস্তফা, কামাল, ইউছুফ আলী, ইব্রাহীম, ছগির, আমিরুল পিসি ও অপর মামলা দুলালকে অভিযুক্ত করা হয়।
পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মুবিনুল ইসলাম বলেন, পাহাড় কেটে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।