Voice Chattogram

Voice Chattogram

উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের শিশু নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের
শিশু নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায়
” উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প,
রাউত নগর বিডি- ০২৭৩ “এর শিশু নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক প্রকল্পের মিলয়াতনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ঠ) সকাল ১০টায় প্রকল্পের সভাপতি সিংরাই
সরেন মানিক এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, প্রকল্পের ম্যানাজার গনেশ মার্ডী, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির আবু তোরাব মানিক, পালক-স্যোসাল ওয়ার্কার ইসুদান বাড়ৈ, সাংবাদিক মশিউর রহমান, সাংবাদিক বিজয় রায়, প্রকল্পের
সদস্য বুধু সরেন,অভিভাবক জোসেব সরেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সুবিধাভুগি রেজিষ্ট্রেশন কৃত শিশুদের অভিভাবক বৃন্দ। এখানে শিশুদের
নিরাপত্তা নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হয়ে।

এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রকল্প ম্যানাজার বলেন, এখানে পিছিয়ে ও ঝরে পড়া শিশুদের আর্থসামাজিক উন্নয়নের জন্য
০ – ৪ বছর শিশুদের রেজিষ্ট্রেশন করা হয় এবং শিশুর ২১বছর পর্যন্ত
আর্থিক সহায়তা করাই এই প্রকল্পের কাজ। তিনি আরও বলেন,
এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে ২৮৪টি পরিবারের মোট ৩৫৩ টি শিশুকে আর্থিক ভাবে সহায়তা করা হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের টিউটর সুজ্যোতি টুডু।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন