Voice Chattogram

Voice Chattogram

চট্টগ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

চট্টগ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ।

০৭ আগস্ট ২০২৫ তারিখ বুধবার চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কর্তৃক পরিচালিত ৭০ দিন মেয়াদী ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ১ম ধাপ ভিডিপি (পুরুষ) এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক, ড. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস। প্রধান অতিথি প্রশিক্ষাণার্থীদের উদ্দেশ্যে তাঁর দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, বহিনী কর্তৃক আয়োজিত ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভিডিপি সদস্যরা শ্রম ও মেধাশক্তিকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনেতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। ডিজিটাল প্রযুক্তির বিপ্লব বদলে দিচ্ছে সমস্ত কিছুই। বদলে গেছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও। এখন কেবল গল্প বলায় নয়, ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণেও ব্যবহার করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রযুক্তি। ডিজিটাল মার্কেটিং শুধু একটি স্কিল নয়—এটি হচ্ছে আপনার ভবিষ্যৎ, আপনার স্বপ্ন পূরণের একটি হাতিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান পরিচালক, আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট চট্টগ্রাম মোঃ আবু সোলায়মান, বিভিএমএস। আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের, চট্টগ্রাম জেলার প্রশিক্ষক মোঃ সাইদুর রহমান, আনসার ও ভিডিপি’র বিভাগীয় কম্পিউটার প্রশিক্ষক মনছুর আলম, প্রশিক্ষক ল্যান্স নায়েক মোঃ মহরম আলী সহ প্রশিক্ষণার্থী বৃন্দ।

উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণটি National Skills Development Authority (NSDA) এর অধীনে পরিচালিত হয়। ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে চট্টগ্রাম রেঞ্জাধীন, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা হতে ২৪ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও মেধাক্রমের ভিত্তিতে ৪ জন প্রশিক্ষণার্থীকে উপহার স্বরুপ পুরষ্কার প্রদান করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন