Voice Chattogram

Voice Chattogram

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে লংগদু জামায়াতে ইসলামীর গণ-মিছিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে লংগদু জামায়াতে ইসলামীর গণ-মিছিল অনুষ্ঠিত।

জুলাই বিপ্লব উপলক্ষে লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মাইনীমুখ বাজারে বিশাল গান মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫ টায় লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল মাইনীমুখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু সদর ইউনিয়ন আমীর মোঃ আব্দুল জব্বার এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা আমীরে জামায়াত বলেন, আজ থেকে ঠিক একবছর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বাংলা জমিন থেকে বিতাড়িত করে বিজয় মিছিল করেছিলাম, আজ এক বছর পূর্তিতে বৃষ্টি উপেক্ষা করে আবারও একত্রিত হওয়ার জন্য মহান আল্লাহ তায়া’লার দরবারে শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার অজস্র মানুষের শহীদ হতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কত মায়ের সন্তানের লাশের হদিস পাওয়া যায়নি। আমরা সেই সমস্ত সহযোদ্ধাদের স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সকল শহীদের রক্ত অর্জিত বাংলাদেশকে স্বাধীন, বৈষম্যমুক্ত, ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামী শাসন ব্যবস্থার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কুরআন সুন্নাহ অনুযায়ী বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ।
শেষে জুলাই বিপ্লবের শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন