Voice Chattogram

Voice Chattogram

রাণীশংকৈলে সরকারি ভাবে গণঅভ্যুত্থান দিবস পালিত

রাণীশংকৈলে সরকারি ভাবে গণঅভ্যুত্থান দিবস পালিত।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় “গণঅভ্যুত্থান” দিবস ২০২৫- পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসের আয়োজনে পরিষদ হলরুমে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ওসি আরশেদুল হক, প:প কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, পৌর বিএনপি’র সম্পাদক মহসিন আলী, ছাত্র প্রতিনিধি তারেক মাহামুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন- কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্ত, পিআইও আব্দুর মাবুদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ। দোয়া ও আলোচনা শেষে শিবদিঘী চৌরাস্তা মোর কে জুলাই চত্বর ঘোষণা করেন নির্বাহী অফিসার।

অপরদিকে, রাণীশংকৈল উপজেলায় জামায়াতে ইসলামী, বিএনপি, ছাত্র জনতা, গণঅধিকার পরিষদ, ইসলামি আন্দোলন সহ পৃথক পৃথক আনন্দ র‍্যালী বের করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন