Voice Chattogram

Voice Chattogram

লংগদুতে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত ১

লংগদুতে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত ১

রাঙ্গামাটির লংগদুতে বন্য হাতির আক্রমণে শহিদুল ইসলাম (৩০) নামে একব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাতির আক্রমণে তার ঘরবাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।

২ আগস্ট (শনিবার) সকালে উপজেলার স্থানীয় ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে শহিদুল ইসলাম (৩০) নামের ব্যক্তি
চিকিৎসাধীন রয়েছে।

জানাযায়, গত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় শহিদুল ইসলাম, পিতা রমজান আলী, গ্রাম রাজনগরের বাসায় বন্য হাতি হানা দিয়ে তার ঘরবাড়ি ভাংচুর করে এবং ঘরের গোলার ধান খেয়ে ফেললে হাতি তাড়ানোর চেষ্টা করে শহিদুল ইসলাম (৩০)।

এসময়ে বন্য হাতিটি শহিদুল ইসলামের উপর অতর্কিত হামলা করে এবং তাকে আচঁড় ফেলে দিলে মেরুদণ্ডে গুরুতর আঘাত প্রাপ্ত হলে হাসপাতালে আনা হয়। এক্স-রে রিপোর্টে জানা যায়, শহিদুলের মেরুদণ্ডে হাড়টি ভেঙে গিয়েছে। বর্তমানে স্থানীয় হাসপা চিকিৎসাধীন রয়েছে শহিদুল।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন