Voice Chattogram

Voice Chattogram

কালিয়াকৈরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

কালিয়াকৈরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন।
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছে কালিয়াকৈর উপজেলার কিন্ডারগার্টেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এই স্লোগানকে সামনে রেখে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সামি মর্ডান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শফিজ উদ্দিন সভাপতিত্বে ,এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রোজ গার্ডেন মডেল হাই স্কুল পরিচালাক জহিরুল ইসলাম, গাজীপুর সৃষ্টি স্কুল এন্ড কলেজের চন্দ্রা শাখার পরিচালক আজহারুল ইসলাম লিখন, ভারটিক্স একাডেমি স্কুল এন্ড কলেজের পরিচালক মানিক হোসেসহ আফাজ উদ্ভিন মোল্লা স্কুল এন্ড কলেজ, গ্রাম বাংলা বিদ্যালয়, খবির উদ্ভিন পাবলিক স্কুল ডাইনকিনি আইডিয়াল পাবলিক স্কুল,ওয়েসিস মডেল একাডেমি,দেওয়ান আইডিয়াল স্কুল,নাইটিংগেল প্রি-ক্যাডেট,কালামপুর আইডিয়াল স্কুলের পরিচালক গণ উপস্থিত ছিলেন।

পরে বক্তারা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা-অধিকার নিশ্চিত করার কথা বলছেন, সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। ফলে যতদ্রুত সম্ভব, এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানাই। একই বয়সী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করলেও, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও মূল্যায়নের জন্য কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের আগামী মেধা পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার রাখার জোরালো দাবি জানাই। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছি।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করা হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন