Voice Chattogram

Voice Chattogram

ট্রান্সফরমা চুরির মূলহোতা ট্রাক সহ গ্রেফতার

ট্রান্সফরমা চুরির মূলহোতা ট্রাক সহ গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) রাত ২টার দিকে এলাকার ডিস লাইন ব্যাবসায়ী মিলন ও মোস্তফা ট্রান্সফরমা চুরি করার সময় দেখে ফেলে লোকজনকে ডাকাডাকি করলে ট্রাকটি চম্পট দেয়। মটর সাইকেলে তারা পিছু পিছু ধাওয়া করে নেকমরদ আসলে মিলন ও মোস্তফা টহল রত পুলিশের গাড়ি
দখতে পায় এবং চুরির বিষয়টি অবগত করে। পরে পুলিশ ট্রাকের পিছু নেয় অবশেষে দিনাজপুরের বীরগ্জ কাহারোল এলাকা থেকে ট্রাক ও ট্রান্সফারমা সহ একজন চোরকে গ্রেফতার করে।

জানাযায়, উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা
বাজার জোতপাড়া আতিকুর রহমান বকুল চেয়ারম্যানের মিলের ট্রান্সফমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে মিলন ও মোস্তফা পুলিশকে খবর দিলে রাণীশংকৈল, কাহারোল, বীরগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে ধাওয়া করে ট্রাকটিকে। শেষে ভোর ৬ টার দিকে বীরগঞ্জ থেকে (ঢাকা মেট্রো-ট ২২-৫৮-৯৯) ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎতের এজিএম আজিজুর রজমান বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে শহিদুল ইসলাম কে আসামী করে থানায় মামলা করে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপজেলায় আরো হারিয়ে যাওয়া ট্রান্সফমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ