Voice Chattogram

Voice Chattogram

সোশ্যাল মিডিয়ায় সেফাতউল্লাহ সেফুদার মৃত্যুর সংবাদ

সোশ্যাল মিডিয়ায় আলোচিত বাংলাদেশী বংশদ্ভূত অষ্ট্রিয়ান নাগরিক সেফাতউল্লাহ সেফুদার মৃত্যুর সংবাদে দেশজুড়ে আলোচনার-সমালোচনার জম্ম দিয়েছে। নেটিজনরা পোষ্ট ও কমেন্ট করছেন, আসলে সেফুদা মারা গেছেন কিনা, মারা গেলে তাঁহাকে কোন দেশে কোন ধর্মীয় অনুসারে মৃত্যুর আনুষ্ঠানিকতা বা দাফন কাঁপন করা হবে।

কিন্তু বাস্তবে ভিন্ন, মারা যাননি সেফুদা তিনি ভাল এবং সুস্থ আছেন।
বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম নেওয়া সেফাতউল্লাহ সেফুদা পিতা মৃত হাজী আলী আকবর।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষক ২৫ বছর আগে জাতিসংঘের শ্রম সংস্থায় (আই এলও) পদে চাকরির সুবাদে ঢাকা ছাড়েন। তার তিন বছর পরে তিনি অষ্ট্রিয়ায় প্রবেশ করেন, তখন থেকেই একাকী স্হায়ীভাবে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাস শুরু করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর খবর দেখে সেফাতউল্লাহ সেফুদা নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করেন

”তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরীবেরা”

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ