Voice Chattogram

Voice Chattogram

আত্রাই নদীতে চায়নাজালে মাছ নিধন চলছে অবাধে, হুমকিতে দেশীয় প্রজাতির মাছ

আত্রাই নদীতে চায়নাজালে মাছ নিধন চলছে অবাধে, হুমকিতে দেশীয় প্রজাতির মাছ।

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় চায়নাজাল ব্যবহার করে নির্বিচারে মাছ নিধন অব্যাহত রয়েছে। নদীর স্বাভাবিক পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছ এখন চরম হুমকির মুখে। স্থানীয় জেলেরা জানান, চায়নাজালের মাধ্যমে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে যাওয়ায় মাছের প্রজনন চক্র ভেঙে যাচ্ছে এবং কমে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা।

চায়নাজাল একটি নিষিদ্ধ জাল, যা অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় ছোট পোনাও নিস্তার পায় না। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন নদীতে পানি বেড়ে যায়, তখন এসব জাল বসিয়ে রাতভর মাছ ধরা হয়। নদী তীরবর্তী এলাকায় এই জাল দিয়ে মাছ শিকার যেন এখন রুটিন কাজ হয়ে উঠেছে।

স্থানীয় এক পরিবেশকর্মী বলেন, “চায়নাজাল ব্যবহার শুধু অবৈধই নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আইন প্রয়োগ না হলে আগামীতে আত্রাই নদীতে মাছ বিলুপ্তির পথে যাবে।”

আত্রাই উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, তবে জনবল ও নৌকার সীমাবদ্ধতার কারণে পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। জনসচেতনতা ও স্থানীয় সহযোগিতা ছাড়া এই সমস্যা নিরসন সম্ভব নয়।”

এদিকে স্থানীয় সৎ জেলেরা দাবি করছেন, কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এই চায়নাজাল ব্যবহার দিন দিন বাড়ছে। তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ ও নিয়মিত নজরদারি দাবি করেছেন।

উপসংহার:
আত্রাই নদী শুধু একটি নদী নয়, এটি স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎস এবং পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। চায়নাজালের অবৈধ ব্যবহার রোধ না হলে এটি আগামী প্রজন্মের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। সময় এসেছে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter