Voice Chattogram

Voice Chattogram

মাইলস্টোনে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরনে কালিয়াকৈর বিএনপির বিশেষ মোনাজাত

মাইলস্টোনে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরনে কালিয়াকৈর বিএনপির বিশেষ মোনাজাত।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যটে যাওয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আজ মঙ্গলবার বিকাল ৫টা কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি পাটি অফিসে
আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। তিনি বলেন, “এই দুর্ঘটনায় আমরা অনেক প্রিয় মুখ হারিয়েছি। তাদের জন্য দোয়া করার পাশাপাশি এখনই নিরাপদ পরিবহন ব্যবস্থার প্রতি জোর দিতে হবে।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক গাজীপুরের কালিয়াকৈরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মোঃ মিনার উদ্দিন, ভিপি শাহজাহান সিরাজ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শামসুজ্জামান শিপলু বকসী, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রিয়াজুল আলম রিয়াজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter