Voice Chattogram

Voice Chattogram

শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী

শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদের সেদিকে যেতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা। তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালীর জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহতদের স্বরণে দোয়া ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

নাসির বলেন, শিক্ষার্থীরা দাবি তুলেছে,আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে আমরা তাদের সাথে সংহতি জানিয়েছি। সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষাথীরা যে দিকে যায় আমাদের ওই দিকে যেতে হবে।

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ