Voice Chattogram

Voice Chattogram

আনসার-ভিডিপি ইউথ লিডারশীপ কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রাম
আনসার-ভিডিপি ইউথ লিডারশীপ কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, পটিয়া, চট্টগ্রামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আনসার-ভিডিপি “ইউথ লিডারশীপ কোর্স-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম এর সম্মানিত উপ-মহাপরিচালক, ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও মেধাক্রমের প্রথম তিনজনকে প্রশিক্ষণ স্মারক হিসেবে ক্রেস্টপ্রদান করেন। উক্ত কোর্সে চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ এর আওতাধীন ৫ জেলার ৭৬ জন যুব প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যারা নেতৃত্ব, সমাজ উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভকরেন। ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে আত্মবিশ্বাস, জনসম্পৃক্ততা এবং দেশপ্রেম জাগ্রত করার বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান তৃণমূল প্রর্যায়ে প্রয়োগ করতে হবে এবং নিজে যেমন স্বাবলম্বি হতে হবে পাশাপাশি নিজ এলাকার অন্যদের কেও স্বাবলম্বি হতে সাহায্য করতে হবে”। তিনি শৃংঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি শৃংঙ্খলা রক্ষার পাশাপাশি সরকার প্রদত্ত বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য সুচারুরুপে পালন করার জন্য সকল প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব নাদিরা ইয়াসমিন, পরিচালক, পটিয়া আনসার ব্যাটালিয়ন(৩৭ বিএন), পটিয়া, চট্টগ্রাম, জনাব মোঃ আবু সোলায়মান, বিভিএমএস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম। এছাড়াওপ্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিরপদ অলংকৃত করেনবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম এর পরিচালক জনাবমোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে প্রশিক্ষণার্থীদের অর্জনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাদের সামাজিক ও জননিরাপত্তা রক্ষার কর্মকা-ে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ নিজেদেরকে সামাজিক ও আত্মনির্ভরশীল নেতৃত্ব গড়ে তুলতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ