
কক্সবাজারের উখিয়া কোর্টবাজারে তুচ্ছ ঘটনার জের ধরে দোকানদার কতৃক নারীকে মারধর ও হেনস্তার ঘটনায় মামলা দায়ের।
জানা যায় উখিয়া উপজেলার ব্যস্ততমও বানিজ্যিক শহর কোর্ট বাজার চৌধুরী মার্কেটে জাহানারা বস্ত্র বিতান নামক দোখান থেকে দুই হাজার ছয়শত টাকা দিয়ে দুইটা শাড়ি ক্রয় করে মার্কেট পার্শ্ববর্তী বাসিন্দা জনৈক অনন্ত বড়ুয়ার স্ত্রী দিপু বালা বড়ুয়া।
শাড়ি ক্রয় ও পরবর্তী পরিবর্তন করতে চাওয়ায় উত্তেজিত হয়ে পড়েন দোকারদার আব্দুল হক (৪০) উভয়ের কথা-কাটাকাটি বাকবিতন্ডার একপর্যায়ে প্রকাশ্য জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করে নারী ক্রেতা দিপু বালা বড়ুয়াকে লাতি মেরে দোকানের বাহিরে নিয়ে কিলগুসি মেরে অর্ধ বিবস্ত্র করে ফেলে দেয় দোকানদার আব্দুল হক।

এতে শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন দিপু বালা বড়ুয়া, তাকে মুমূর্ষু অবস্থায় উখিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনা দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে উখিয়ার সর্বমহল ও সোশাল মিডিয়াজুড়ে নিন্দার ঝড় উঠে।

এঘটনায় আহত দিপু বালা বড়ুয়া বাদী হয়ে ১নং আবদুল হক(৪০) পিতা মোহাম্মদ হাসেম ২নং মোহাম্মদ হাসেম পিতা মৃত নুরনবী সাবেক রুমখা হলদিয়া পালং উখিয়াকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে এমন দৃষ্টিকটু অমানবিক কুরুচিপূর্ণ অমার্জনীয় ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও কোট বাজার দোকান মালিক সমিতি কথিত সংবাদ সম্মেলনের নামে বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া যায়।
