Voice Chattogram

Voice Chattogram

ভোলার লালমোহন লর্ডহার্ডিঞ্জে সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল গুরুতর আহত

ভোলার লালমোহন লর্ডহার্ডিঞ্জে সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল গুরুতর আহত।

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুম বিল্লাহ জুয়েল গুরুতর আহত হয়েছেন।

সূত্রে জানায়, ৩০ জুন ২০২৫ যুবলীগের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী প্রথমে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল পাটোয়ারীর সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় আশরাফ আলী জুয়েলের সাথে দুর্ব্যবহার করেন ও তার গায়ে হাত তোলেন। একপর্যায়ে সেখানে হাতাহাতি শুরু হয়। স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণের মধ্যেই সংঘবদ্ধভাবে আশরাফ আলীর অনুগত কর্মীরা জুয়েলের ওপর হামলা চালায়। সুত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জয়নাল মেম্বার, যুবলীগ কর্মী মোঃ বাবুল, মোঃ আবু মোকাররম, মোঃ হেলাল এবং আবু মোকাররমের ছেলে সোহাগ অতর্কিতে জুয়েলের ওপর হামলা করে। তারা কিলঘুষি এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় জুয়েল উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেন। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষে রওনা হলে ফের পথিমধ্যে সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের উপর হামলা চালায়। এতে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত মাসুম বিল্লাহ জুয়েল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter