পার্বত্য চট্টগ্রামে নিয়োগে বৈষম্য বন্ধের দাবি নাগরিক পরিষদের।
পার্বত্য চট্টগ্রামে নিয়োগ ও শিক্ষাবৃত্তিতে বৈষম্য বন্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা।
আজ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে তারা বলেন, নতুন বাংলাদেশে সব নিয়োগে মেধা ও সংরক্ষিত কোটা নিশ্চিতের সরকারি নির্দেশনা থাকলেও পার্বত্য জেলা পরিষদগুলো তা মানছে না। সম্প্রতি RHDC-ERRD-CHT, UNDP ও PROGRESS প্রকল্পে উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বাঙালি প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে।
নেতারা আগামী ৩০ জুন স্বাস্থ্য বিভাগের নিয়োগে জনসংখ্যা অনুপাতে নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। নাগরিক পরিষদ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, “বৈষম্য না থামালে পার্বত্যবাসী রাজপথে নামবে।”
সাংবাদিক সম্মেলনে নাগরিক পরিষদের জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।