Voice Chattogram

Voice Chattogram

মেঘনায় স্পিডবোট ডুবি,উদ্ধার-২৮

মেঘনায় স্পিডবোট ডুবি,উদ্ধার-২৮।
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে স্পিডবোটটি নলচিরা ঘাটের কাছাকাছি বৌ বাজার এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে পড়ে। এতে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। তাৎক্ষণিক চালক বোটকে একপাশ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে ২৮জন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় সাঁতার কেটে তীরে উঠে আসে।

যোগাযোগ করা হলে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নলচিরা ঘাটগ্রামী একটি স্পিডবোট ঘাটের কাছাকাছি এসে স্রোতের তোড়ে তলা ফেটে ডুবে যায়। তবে কোনও যাত্রী হতাহত হয়নি। মূলত স্রোতের কবলে পড়ে তলা ফেটে যাওয়ার কারণে স্পিডবোটটি ডুবে যায়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ