
টানাবর্ষণে ভূমি ধস, অর্ধ শতাধিক পানিবন্ধি, জন চলাচল ব্যহত।
রাঙ্গামাটির লংগদুতে টানা ভারী বর্ষণে পাহাড় ধস, যাতায়াত বিচ্ছিন্ন ও নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি অর্ধ শতাধিক পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে।

১ জুন (রবিবার) উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, টানা ভারী বর্ষণের ফলে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া বাজারের ৪/৫ টি দোকানের পিছনের মাটি ধসে পড়েছে। এতে কামাল হোসেন, ইকরামুল হক, মোঃ হানিফ, মোঃ রিদওয়ান ও মোঃ শামীমের দোকান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং কামাল হোসেনের দোকানের অর্ধেক অংশ ধসে গেছে ও আনসার ভিডিপি ক্লাব সংলগ্ন মেইন রোডের পাশের সাইড ওয়াল ধসে পড়েছে।
এছাড়াও উক্ত ইউনিয়নের মুসলিমব্লক দুটি গ্রামীণ রাস্তার সদ্য নির্মিত সড়কের ইট সলিং ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং অপর রাস্তাটির মাটি ধসে গেছে।
এদিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের জামতলা এলাকার নির্মাণাধীন জনবহুল রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে এবং উত্তর ইয়ারিংছড়ি এলাকার যাতায়াতের একমাত্র রাস্তায় পাহাড় ধসে ও গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে।
অপরদিকে উপজেলার ৭নং লংগদু সদর ইউনিয়নের দজরপাড়া এলাকায় ৫০/৬০ টি পানি বন্ধি হয়ে পার্শ্ববর্তী স্কুলে আশ্রয় নিয়েছেন। ধারণা করা হচ্ছে যে, আরও কিছু এলাকার মানুষ পানিবন্ধ হয়ে যেতে পারে।
এছাড়াও লংগদু ও দীঘিনালা সংযোগ সড়কে র বেশ কয়েকটি জায়গায় রাস্তা তলিয়ে গেছে এবং রাস্তার উপর মাটিধসে গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে।

খবর পেয়ে সাথে সাথে এসব এলাকা সরজমিনে পরিদর্শন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃ) মোঃ কফিল উদ্দিন মাহমুদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা। দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকা সরজমিনে পরিদর্শন করে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পরামর্শ দেন এবং বন্যায় পানিবন্ধিদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।