Voice Chattogram

Voice Chattogram

কবি নজরুলকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরিশালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কবিতা উৎসব

কবি নজরুলকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরিশালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কবিতা উৎসব।

প্রেম দ্রোহ সাম্য ও মানবতার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জন্মজয়ন্তীর অনবদ্য শুভেচ্ছা জানিয়ে প্রাচ্যের ভেনিস বরিশালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কবিতা উৎসব ২০২৫ ।

জাতীয় সাহিত্য সংগঠন কবিসংসদ বাংলাদেশ ও বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের যৌথ আয়োজনে, ২৪ মে শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় সরকারী গণগ্রণ্হাহাগারের সেমিনার হলে বৃহত্তর বরিশালের লেখক সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সৃজনশীল উৎসব ।

বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল ও বরিশাল জেলা জাসাসের আহবায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে, জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জামান মনিরের ব্যবস্থাপনায় ও বরিশাল বেতারের বাচিকশিল্পী মায়াবী নুপুরের সঞ্চালনায়- বাংলাদেশ কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ কবি মুস্তাফা হাবীব । উৎসবের শুভ উদ্বোধন করেন- বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক । প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- শেকড় সাহিত্য সংসদ বরিশালের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলাদেশ বাণী ও মুক্তবুলি সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দিন, বর্ণমালা সাহিত্য পরিষদ ফরিদপুরের সভাপতি কবি আবু জাফর দিলু, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান কবি রিপন শান, কবি সুকান্ত সাহিত্য পরিষদের সাবেক সাহিত্য সচিব ও বরিশাল ব্রজমোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি লিমা মেহেরিন , সাপ্তাহিক ভিন্নমাত্রা সম্পাদক ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ, কবিসংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবিসংসদের আমেরিকা শাখার সভাপতি কবি-কণ্ঠশিল্পী মারফিয়া খান ।

অনুষ্ঠানে কবি নজরুলকে নিবেদন করে কবিতা পাঠ করেন- কবি কণ্ঠশিল্পী জাকির হোসেন সবুজ, কবি রিসালাত মীরবহর, কবি মায়াবী কাজল, কবি রুদ্র শামীম সহ নবীন প্রবীণ কবিকূল । নজরুল সঙ্গীত , নজরুলকে নিবেদিত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন- বাংলাদেশী সাংস্কৃতিক জোটের একঝাঁক শিল্পী ।

উৎসবে বক্তারা বলেন- নজরুল শুধু আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবি নন । তিনি আমাদের গণজাগরণের কবি ভালোবাসার কবি । আমাদের অস্তিত্বের সমগ্র ভূভাগ জুড়ে সদা বিরাজমান নজরুলের সার্বজনীন মানবিক মূল্যবোধ। আমাদের সকল সংগ্রামে আমাদের সকল সঙ্কটে নজরুলের সৃষ্টিসম্ভার উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। সাম্প্রদায়িক ভেদ-বিভাজন গালাগালি-দলাদলিকে প্রতিহত করে নজরুল এই বিশ্বজগতে গলাগলি প্রতিষ্ঠার অদম্য সারথী । কবিতা-গান- সাংবাদিকতা- সমাজকর্ম সর্বত্রই নজরুল সব্যসাচী এক ধুমকেতুর নাম । মাত্র ৪৩ বছরের সবাক জীবনে নজরুল বাংলা সাহিত্যে যা উপহার দিয়েছেন- প্রায় নব্বই বছরের পুরো জীবদ্দশায় তিনি যদি সজীব থাকতেন, তবে বিশ্বসাহিত্যের ইতিহাসে অনন্য এক মহাবিপ্লব ঘটতে পারতো । কবি জীবনানন্দ, মুকুন্দ দাস, মোজাম্মেল হক, আহসান হাবীব, আসাদ চৌধুরীর নদীবিধৌত বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন করে আজকের বাংলাদেশ কবিতা উৎসব বাংলা কবিতার সাংগঠনিক বিকাশ ও বিন্যাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হোক।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ