Voice Chattogram

Voice Chattogram

লালমোহনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

ভোলার লালমোহনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন।

ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়ব এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন বাজারে টায়ার জ্বালিয়ে, দফা এক দাবী এক,হেলাল তৈয়বের পদত্যাগ! এই স্লোগানে বিক্ষোভ ও মানববন্ধন করে ছাত্ররা। এতে ভোলা চরফ্যাশন মহাসড়কে শত শত যাত্রীবাহী বাস, রিস্কা,মাইক্রো, সি এন,জি,ট্রাক,এম্বুলেন্স সহ নানান রকমের যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকে যায়।এতে চরম দূর্ভোগে পড়েন জনসাধারণ। এসময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এসে তাদের দাবী পুরনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেও ছাত্ররা অবরোধ তুলে নেয়নি।

তারা বলেন অত্র শিক্ষক গন আমাদের প্রানের প্রতিষ্ঠান লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর ও মার্কেট অবৈধভাবে বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করেছে।এছাড়া তারা ফ্যসিষ্ট আওয়ামিলীগ সরকারের দোসর হিসেবে অত্র বিদ্যালয়ে বিগত ১৬ বছর রামরাজত্ব কায়েম করে অনেক অপকর্ম করেছে,আমরা এই শিক্ষক গনের পদত্যাগ না করতে অথবা ডিডি কতৃক সরকারি চাকরি থেকে তাদেরকে বহিষ্কার না করতে আমরা রাজপথ ছাড়বোনা।
আগের ইউ এন ও, ও,সি সাহেব আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিলেন কিন্তু তাদের আশ্বাসে আমরা বিগত দিনের আন্দোলন প্রত্যাহার করি।
এখন আর আমরা কোনো মিথ্যা আশ্বাসে আন্দোলন থেকে সরবোনা।
পরবর্তীতে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ঘটনাস্থলে এসে একসপ্তাহের মধ্যে ছাত্রদের সকল দাবী দাওয়া পুরন এবং ডিডি মহোদয়ের নিকট প্রেরন কৃত আবেদনের তদন্ত প্রতিবেদন জমা দিয়ে এই শিক্ষকগণের বিরোধ্বে আনিত অভিযোগের যতাপোযুক্ত বিচারের আশ্বাস দিলে ছাত্রগন রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন