Voice Chattogram

Voice Chattogram

রাজস্থলীতে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ

রাজস্থলীতে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

বুধবার (৭ মে) আনুমানিক রাত ৮ টার দিকে
উপজেলা বাঙ্গালহালিয়া বাজারের ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশ থেকে অজ্ঞাত এই লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল আনুমানিক ৪ টা থেকে এই অপরিচিত লাশটি এখানে পড়ে থাকতে দেখা যায়। এখানে অপরিচিত হওয়ায় কেউই তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে লোকটি ভারসাম্যহীন ছিলো। পরবর্তীতে চন্দ্রঘোনা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়।

চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান কামাল বলেন, বাঙ্গালহালিয়া বাজার এলাকায় একটি অজ্ঞাত লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা সেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখানে কেউই তার পরিচয় দিতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে লোকটি ভারসাম্যহীন ছিলো। এখন পর্যন্ত কোন আত্মীয় স্বজনও আমাদের সাথে যোগাযোগ করেনি। ফলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন