
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষক সম্মোলন অনুষ্ঠিত।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মোলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নুরজাহান কমিউনিটি সেন্টারে রাঙ্গুনিয়া উপজেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি আবু নাফিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও আই আই ইইসি’র বোর্ড অফ ট্রাস্টিজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামান,
দারুল আরকাম একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনে শিক্ষক সম্মোলনে প্রধান আলোচক ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুর নবী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী ও উপজেলক ামীর মুহাম্মদ হাসান মুরাদ, আরও বত্তব্য রাখেন, গ্রীন মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হারুনুর রশিদ, ফেডারেশনের উপদেষ্টা কামাল উদ্দিন, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ প্রভাষক মো ইকবাল হোসেন, এম শাহ আলম কলেজ প্রভাষক আকতার হোসেন প্রমুখ।
