Voice Chattogram

Voice Chattogram

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ।

আজ ৭ই এপ্রিল সোমবার বিকাল চারটার সময়. রাণীশংকৈলে ইসরাইল কর্তৃক গাজায় মুসলমান সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোব মিছিলের সর্বস্তরের তাওহিদী জনতা রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে প্রথমে জমায়েত হয়। এবং পরে স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান. পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী. উপজেলা জামাতের আমির রফিকুল ইসলাম. ও উপজেলা জামাতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার. সহ বিভিন্ন উপজেলা থেকে আগত তাওহীদি জনতা সম্মিলিত হয় এবং এ বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ইসরাইলি প্রেসিডেন্ট নেতা নেয়া হু র প্রতি কুরুচি মন্তব্য এবং ফাঁসি দাবি করে তার খুশ পত্রিকা ধাওয়া করে তার কুশপুত্যলিকা দাহ করা হয়। এ সময় বিভিন্ন স্তরের তাওহীদি জনতা ইসরাইল পতাকা কে লাথি ও জুতা মেরে.ইসরাইলি পণ্য বর্জন করার অনুরোধ জানান।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন