Voice Chattogram

Voice Chattogram

ফিলিস্তিনে বর্বরোচিত হত্যাকান্ডের বিরুদ্ধে লংগদু জামায়াতের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের বর্বরোচিত হত্যাকান্ডের বিরুদ্ধে লংগদু জামায়াতের বিক্ষোভ মিছিল।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রাঙ্গামাটির লংগদুতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাইনীমুখ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাবেশে রূপ নেয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন এবং ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার এসিস্ট্যান্ড সেক্রেটারী তাজ মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিন, নায়েবে অমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ও জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা উপদেষ্টা মাওলানা আমিনুর রশীদ পটিয়াবী ও মাওলানা জুবাইদুল হাসান প্রমূখ।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “ইসরায়েল গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম ও বর্বরোচিত গণহত্যার একটি । তারা যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে নারী, শিশু ও নিরীহ মানুষের রক্তে গাজার মাটি রঞ্জিত করছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
তারা আরও বলেন, “বাংলাদেশের জনগণ সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে এই বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব মানবতাবাদীদের এগিয়ে আসার আহ্বান জানাই।” পাশাপাশি সকলকে ইসরায়েলি পণ্যসামগ্রী বর্জনের আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য যে, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে বহু নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন