Voice Chattogram

Voice Chattogram

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নৌকা ঘাট এলাকার তুরাগ নদী থেকে রোববার দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর।পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে একটি লাশ নদীতে ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক এস আই মো.হযরত আলী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter