Voice Chattogram

Voice Chattogram

ভারতীয় মিডিয়া ওর্য়াল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়া ওর্য়াল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন : স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভারতীয় মিডিয়া ওর্য়াল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । তিনি বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ দিয়ে গুজব রটিয়ে দিচ্ছে। ওদের কয়েকটি মিডিয়া আছে যাদের কাজই হচ্ছে গুজব রটানো। তিনি প্রকৃত্ সত্য তথ্য পরিবেশন করে ভারতীয় মিডিয়ার সৃষ্ট মিথ্যা গুজবকে প্রতিরোধ করতে দেশের গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান । স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সাজেক পরিদর্শন শেষে রাঙ্গামাটি বিজিবি সেক্টরে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পার্বত্য এলাকায় বড় সমস্যা চাঁদাবাজী আর দূর্ণীর্তি ।পাহাড়ে যত সহিংসতা হয় তার মূলে রয়েছে চাঁদাবাজী ।আর দূর্নীতির কারণে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগন উন্নয়নের সুফল পায়না। তাই চাদাঁবাজী ও দূর্নীতি বন্ধ করতে হবে।তা নাহলে কোন দিনও পাহাড়ের সমস্যার সমাধান হবেনা।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির এলাকা এবং বিজিবির সাজেক বিওপি পরিদর্শন করেন । এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী,
,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইয়াছির জাহান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি সাজেক পরিদর্শণকালে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেন।
সাজেকে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আগুন নির্বাপনের গুরুত্ব বিবেচনায় সাজেকে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশনা দেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন