Voice Chattogram

Voice Chattogram

শিমুলিয়ায় ডাকাতের কবলে সাংবাদিক রাজিব হোসেন

শিমুলিয়ায় ডাকাতের কবলে সাংবাদিক রাজিব হোসেন।
শিমুলিয়ায় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন ভয়েস চট্টগ্রাম মানিকগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃরাজিব হোসেন ও তার ছোট ভাই মোঃ রাবিব মোল্লা।
ডাকাত দলের এলোপাতাড়ি চুরিকাগাতে গুরতর আহত হয়েছেন রাজিব ও রাবিব।

সোমবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে ঈদের শপিং শেষে মার্কেট থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন সাংবাদিক রাজীব ও তার ছোট ভাই।

ডাকাতদল সাংবাদিক রাজিবের পকেটে থাকা ১৪ হাজার ও ছোট ভাই রাবিবের কাছে থাকা ৯ হাজার টাকা,হাতে থাকা একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।

রাজীব হোসেনের হাতে ৮ টি সেলাই ও তার ছোট ভাইয়ের শরীরের ছয় জখমে ৩২ টা সেলাই করা হয়।

ভয়েস চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক রাজিব হোসেন জানান, আমরা ডাকাতদের চিনতে পারায় আমাদেরকে জানে মেরে ফেলার চেষ্টা করছিল।

হামলা কারিদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন ১!মোঃ মিন্টু মিয়া পিতা মৃত তরো বেপারী ২! মোঃ বাষসা বেপারী পিতা মৃত ওসিমদ্দিন গ্ৰাম দিয়ালই ইউ নালী থানা ঘিওর জেলা মানিকগঞ্জ ৩! আলমগীর হোসেন সহ ৮–৯ জনের একটা সঙ্ঘবদ্ধ গ্যাং হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আমার ওপরে হামলা করে ।

এ বিষয়ে শিবালয় থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ ও হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন