Voice Chattogram

Voice Chattogram

রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক-সামাজিক সংগঠন, পৌরসভা, ফায়ার সার্ভিস, প্রেসক্লাব ও এনজিও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ বেলুন উন্ডয়ন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন – জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, ওসি আরশেদুল হক, কৃষি অফিসার শহীদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

বক্তরা তাদের বক্তব্যে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন। এইসাথে তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন