Voice Chattogram

Voice Chattogram

রাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ।

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩২ লক্ষ টাকা।
আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) পাকুয়াছড়া এলাকায় একদল চোরাকারবারি বন থেকে অবৈধভাবে কাঠ কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অভিযান পরিচালনা করে। রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ হাসানের নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান চালিয়ে ৪০০ সিএফটি সেগুন কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, চলতি বছরে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় ২২টি অভিযান পরিচালনা করে মোট ১৮৩১.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৩২,৮০,৫১৫/- (বত্রিশ লক্ষ আশি হাজার পাঁচশত পনেরো) টাকা।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ ও চোরাচালান পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিজিবির তৎপরতায় রাজস্ব ফাঁকি দিয়ে কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী পার্বত্যাঞ্চলের বিভিন্ন স্থান থেকে কাঠ পাচার করে থাকে, যা বনাঞ্চলের ক্ষতির পাশাপাশি সরকারি রাজস্ব আয়েও প্রভাব ফেলে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরো জোরদার করা হবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন