
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম শুভ জন্মদিন।
১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার কোটালিপাড়ায় উপজেলার টুঙ্গিপাড়ায় জন্মানো সেই খোকাটি পরবর্তীতে দীর্ঘ লড়াই সংগ্রামে বঙ্গবন্ধু থেকে বাংলার অবিসংবাদিত নেতায় পরিনত হওয়া দক্ষিণ এশিয়ার এক মুসলিম বাঙালি রাজনীতিবিদের নাম শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে যার হাত ধরে জম্ম নেওয়া মানচিত্রের নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আজ তাঁহার ১০৫ তম জন্মবার্ষিকী।
লেখক:বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজল দাশ।

৭ই মার্চ,রেসকোর্স ময়দান-
ঐতিহাসিক জনসমুদ্র,-
মুহুমুহু গর্জনে ফেটে পড়ছে জনসমু্দ্র-
লক্ষ লক্ষ বজ্রকন্ঠে ধ্বনিত হচ্ছে- ” জয় বাংলা”-
বাতাসে উড়ছে-
সোনার বাংলার সূর্য খচিত পতাকা-
আকাশে উড়ছে বাঙালীর সংগ্রামের বাশেঁর লাঠি-
বাঙালী জাতিকে স্বাধীন দেশের স্বপ্ন দেখাতে-
এক কবি আজ একটি কবিতা পড়বেন-
কবিতার সময় ১৮ মিনিট-
শব্দসংখ্যা- ১১০৫-
কি ব্যাকুল প্রতিক্ষা মানুষের-
শত সংগ্রাম শেষে-
কখন আসবে কবি?
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে-
কবি এসে দাড়াঁলেন –
তখন পলকে দারুন ঝলকে তরীতে উঠিল জল-
হৃদয়ে লাগিল দোলা-সকল দূয়ার খোলা-
জনসমুদ্রে লাগিল জোয়ার-
কে রোধে তার বজ্রকন্ঠের বানী?
মন্চ কাঁপিয়ে কবি শোনালেন অমর কন্ঠের বানী-
“এবারের সংগ্রাম- আমাদের মুক্তির সংগ্রাম।
আজ সে সংগ্রামীর (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন