Voice Chattogram

Voice Chattogram

কালিয়াকৈরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ বৃদ্ধ আটক

কালিয়াকৈরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ বৃদ্ধ আটক।
গাজীপুরের কালিয়াকৈরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ । আটককৃত ওই বৃদ্ধর নাম মহর আলী(৬০)। সে সুরিচালা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ওই শিশুকে চকলেট কিনে দেয়ার কথা বলে পাশের একটি নির্জন এলাকায় নিয়ে যায় ওই বৃদ্ধ । এ সময় ওই শিশুকে ধর্ষণ করতে গেলে লোকজন দেখে ফেলে। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে মৌচাক পুলিশ ফাড়িতে খবর দেয়। পুলিশ ওই বৃদ্ধ কে আটক করে কালিয়াকৈর থানা নিয়ে আসে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগে মহর আলী নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষনে চেষ্টায় একটি মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন