Voice Chattogram

Voice Chattogram

বাবার চিঠি – লেখক বীর মুক্তিযোদ্ধা কাজল দাশ

বাবার চিঠি-

লেখক: বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট হোমিও চিকিৎসা গবেষক ডাঃ কাজল কান্তি দাশ।

ধন নয়, দৌলত নয়,বাড়ী নয়,গাড়ী নয়,জমি নয়,সম্পওি নয়- রেখে গেলাম একটা চিঠি-
এটা ই মেইল বা হোয়াটসআপ ও নয়-
রেখে গেলাম হাতে লেখা একটা চিঠি।
আমি আছি প্রতিটি সুর্যোদয়ে-বাৎসল্যের বিনাশ নেই।

আমি না থাকলে আমার সন্তান যেন-
মন খারাপ না করে-
অদেখা মানেই-অনুপস্হিতি নয়-
কারন বাৎসল্যের বিনাশ নেই।

একটা বাবাহীন দিন- ভরাক্রান্ত মনে-
নিঃসঙ্গ দীর্ঘশ্বাসে-
দিন শুরু করো আমার এ চিঠি দেখে-
রোজ সকাল আমার চিঠি পড়ে মনটা রাঙিয়ে নিও-
তাতেই- বাবার স্নেহ মাখা উচ্ছতার উষ্ণতা।

দূপুরে বাবার কথা মনে পড়লে-
নির্জনে –
পাখ পাখলীর ডাকে আমার কন্ট শুনতে পাবে-
সেই আবিরাম কুন্জন-
নিশ্চয় অর্থবহ হয়ে ধরা দেবে-
ঠিক বাবার আদর মাখা বুলির মতো।

চিঠিতে আবার ও লিখছি-
আদরের প্রিয় সন্তান-
একদম মন খারাপ করবে না-
বিকেলের স্নিগ্ধ বাতাসে একাকার হয়ে আছে-
আমার স্নেহ- তোমাদের ছেড়ে কোথা ও যাইনি আমি।

সন্ধ্য নামার আগেই-
যখন খুব মনে পড়বে-সুর্যের গোলাপী আভায়-
নব জীবনের সুধায় সন্ধান করো-
সেই রাঙ্গা আলোয় মিশে আছে পিতৃস্নেহ-
কাজ সেরে আসা বাবার আলিঙ্গন।

নিদ্রাহীন গভীর রাতে- অশ্রু মুছো না-
আকাশ পানে তাকিয়ে দেখো-
সবচেয়ে উজ্বল তারাটি,গভীর বিশ্বাসে মেনে নিও-
বলো – অন্য জগতে ও তুমি ভাল থাকো বাবা-
মন খারাপ না করে- সময় মতো ঘুমিয়ে পড়ো।

এটা কোন সম্পওি নয়-
ধন দৌলত নয়,বাড়ী গাড়ী নয়-
তবু তৃষিত চাতকের মতো-
পুরোনো নথি দলিল দস্হাবেজ ঘেটে-
বাবার হাতে লেখাএ চিঠি খুঁজে নিও-
কারন বাৎসল্যের মৃত্যু নেই।

তোমাদের জন্য আমার সারা জীবন উৎসর্গ-
দূঃখ কস্টকে কাউকে বুঝতে দিইনি-
আমার হাসি দেখে তোমাদের জীবন গড়ে উঠছে-
এটা আমার বাবার কাছে শেখা-
কারন বাৎসল্যের মৃত্যু নেই।

একদিন তোমরা ও প্রবীন হবে-
জ্ঞানের গভীরতা বাড়লে আর বেশি বুঝবে-
কারন বাৎসল্যের মৃত্যু নেই,বিনাশ নেয়-
তোমাদের ছেড়ে কোথা ও যাইনি আমি-
আমার স্নেহ-তোমাদের ছেড়ে কোথা ও যাইনি।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter