Voice Chattogram

Voice Chattogram

ধর্ষকের ফাঁসির দাবিতে রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ

ধর্ষকের ফাঁসির দাবিতে রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ।

ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রবিবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্র-জনতার ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন – উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস ও সদস্য সচিব আনার কলি, সাবেক উপজেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন, ছাত্রদল নেতা আরজু, প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। 
এসময় বক্তারা ধর্ষণ কারীদের ফাঁসীর দাবি করেন।

এ সময় আরো উপস্থিত জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, শরিফ মাস্টারসহ অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার বিরুদ্ধে ছাত্র /ছাত্রী ও জনতা বিভিন্ন ফেসটুন নিয়ে তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে তারা ধর্ষক ও নির্যাতনকারিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও কঠোর শাস্তি দাবি করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন