Voice Chattogram

Voice Chattogram

বৈরাবরী সুলতানীয়া দরবারের বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের ৩দিন ব্যাপী বার্ষিক ওরশ মাহফিল বুধবার আখেরী মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, উপজেলার বরিয়াবহ গ্রামে অবস্থিত গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যে কোরআন তেলাওয়াত, মিলাদ কিয়াম,তরিকতের বয়ান,তবারক বিতরণ ও আখেরী মুনাজাত ছিল অন্যতম।
পীরজাদা আব্দুল মান্নান আল কাদরী আল বৈরাবরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ মাহফিলে পরিচালনায় ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল কাদরী (বিএসএস সম্মান এমএসএস)।তরিকতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন,মুর্শিদ নগর পাক দরবারের প্রতিষ্ঠাতা প্রবীন আলেম স,ম,আব্দুল হাকিম জিহাদী আল মোজাদ্দেদী,গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের খালিফা মুফতি সৈয়দ নুরুল ইসলাম আল কাদরী বৈরাবরী, মুফতি সৈয়দ ইব্রাহীম খলীল আল কাদরী বৈরাবরী, প্রফেসর নজরুল ইসলাম বাদল, মৌঃআব্দুস সাত্তার,ভুলোয়া দরবার শরীফের পীর সৈয়দ শাহজাদা আলম,মীর সোহেল মিয়া প্রমুখ।
সোমবার থেকে শুরু হওয়া তিন ব্যাপী ওরশ মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পীরজাদা আব্দুল হান্নান, পীরজাদা নাঈম, পীরজাদা কাইয়ুম হাসান,পীরজাদা লিংকন সহ দরবারের ভক্ত আশেকানগন।বুধবার আখেরী মুনাজাতে দেশ ও জাতির কল্যান ও সুফিবাদের বিজয় কামনা করে ২০২৫ সালের বার্ষিক ওরশ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন