Voice Chattogram

Voice Chattogram

অপারেশন ডেভিল হান্ট কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় একটি পিস্তল,একটি এলজি ও একটি কার্তুজ জব্দ করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোরে যৌথ বাহিনী বাহারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবুল হোসেন বাহার (৪৫) বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই এলাকার আবদুল হামিদ চৌকিদার বাড়ির নুর মিয়ার ছেলে।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, বিষয়টি মনে হচ্ছে পরিকল্পিত। বিএনপি নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে এনে বলে এগুলো তার অস্ত্র।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, যৌথ বাহিনী গোপন সংবাদ ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়েছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন