
৩৭ বিজিবি, রাজনগর জোন কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন (গোলকাঠ( জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর তেমাথা ক্যাম্পের আওতাভূক্ত শান্তিনগর এলাকায় একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করেন ।

রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়।
এসময় উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ১০৯ সিএফটি সেগুন কাঠ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,১৮,০০০/- (দুই লক্ষ আঠার হাজার) টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৭ বিজিবি রাজনগর জোন কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ১৬টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১,১৬২.৮ সিএফটি গামারী ও সেগুন কাঠ আটক করা হয়েছে। যার সিজার মূল্য ১৯,৬২,১০৫/- (ঊনিশ লক্ষ বাষট্টি হাজার একশত পাঁচ) টাকা।
