Voice Chattogram

Voice Chattogram

হরিপুরে আগুনে পুড়লো ৩ পরিবারের বসত বাড়ি

হরিপুরে আগুনে পুড়লো ৩ পরিবারের বসত বাড়ি।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে (বুধবার ১৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নিঃস্ব হয়েছে পরিবারগুলো।

জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে মশানগাঁও গ্রামের মোজ্জামেল হকের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মাঝে আগুন পার্শ্ববর্তী তফিলউদ্দীন ও সোহাগের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু আগুন নেভানোর আগেই ঘরের ভিতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ইতোমধ্যে হরিপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল, শুকনো খাবার ও নগদ ৫ হাজার টাকা সহায়তা করেন।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter