Voice Chattogram

Voice Chattogram

নগরীর শিতল ঝর্না এলাকা থেকে ৩ বছরের শিশু অঙ্কিতা বড়ুয়া নিখোঁজ

চট্টগ্রাম নগরীর শিতল ঝর্ণা এলাকা থেকে অঙ্কিতা বড়ুয়া নামে তিন বছরের এক নিখোঁজ হয়েছে।
শিশু অঙ্কিতা বড়ুয়া আজ ১৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন শীতল ঝর্ণা এলাকা থেকে নিখোঁজ রয়েছে বলে পরিবার সুত্রে জানায়।

নিখোঁজ শিশু অঙ্কিতার বয়স (৩) তিন বছর পরনে ছিল সাদা এবং কালো রঙের জামা।
কোন হৃদয়বান ব্যক্তি যদি দেখে থাকেন।
আমাদের জানালে কৃতার্থ হবো।

ঠিকানা ভয়েস চট্টগ্রাম’ অফিস লুসাই ভবন ৩য় তলা চেরাগি পাহাড় মোমিন রোড কোতোয়ালি চট্টগ্রাম যোগাযোগ:
০১৬১৮-৯৭৯২২২
০১৬১৯-৯৭৯২২২
অথবা পরিবারঃ
01690109119

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter