Voice Chattogram

Voice Chattogram

পিসিসিপি’র সাবেক কেন্দ্রীয় সভাপতি সাকিবের নিঃশর্তে মুক্তির দাবীতে মানববন্ধন

পাহাড়ের কন্ঠস্বর পিসিসিপি’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইন্জিনিয়ার শাহদাৎ ফরাজী সাকিবের বিরুদ্ধে পাহাড়ীদের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্তে মুক্তির দাবীতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি লংগদু উপজেলার সর্বস্তরের জনগণ ।

শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বাইট্টাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে মসজিদ মার্কেট তিনরাস্তার মোড়ে মানববন্ধনে একত্রিত হয় উপজেলার সর্বস্তরের জনসাধারণ। পিসিসিপি’র লংগদু উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ রেজার সঞ্চালনায় ও ছাত্রনেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লংগদু উপজেলা সভাপতি মোঃ মনজুরুল হক, বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমির হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন ও লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ ছাত্র নেতা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ্য।

মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের আস্তার প্রতীক, পাহাড়ের মানুষের সুখ দুঃখ গুলো তুলে ধরার একমাত্র ব্যক্তিকে মিথ্যা মামলায় গ্রেফতার করে পাহাড়কে অশান্তি করার পাঁয়তারা করা হচ্ছে। অবিলম্বে ইন্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান এলাকাবাসী।

উল্লেখ্য যে, ১৫ জানুয়ারি ২০২৫ দুপুরে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে মতিঝিল থানায় এজাহার নামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরো প্রায় ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা দায়ের করে। সেই মামলায় পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, পাহাড়ের সূর্য সন্তান ইন্জিনিয়ার শাহাদাৎ ফরাজি সাকিবকে গ্রেফতার দেখানো হয়েছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন