Voice Chattogram

Voice Chattogram

নোয়াখালীর কবিরহাটে তাফসীরুল কুরআন মাহফিল

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব যাদবপুর মানবিক জনস্বার্থ সংস্থার মাঠে রোববার রাতে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মানবিক জনস্বার্থ সংস্থা ও দারলে মোতালার এ তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল।

তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারী হিসেবে তাফসির করেন, জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ আশুলিয়ার প্রিন্সিপাল মুফতি সালমান ফারসি (দা.বা)। তিনি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন। বয়ান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেন।

বিশেষ মেহমান হিসেবে তাফসির করেন,জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ’র মুহাদ্দিস মাওলানা একরাম উদ্দিন জাহাঙ্গীর, বটতলী জয়নাল সর্দার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ্ সাইফুল।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ