
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ডাকাতি ঘটনায় লুষ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারসহ ০২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩০ জানুয়ারি ২৫ রাত অনুমান ০৩.১৫ ঘটিকা হতে ০৫:১৫ ঘটিকার মধ্যবর্তী সময় অজ্ঞাতনামা ১০/১২ জন মুখোশধারী ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর, ০৩নং ওয়ার্ড, মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরীর বাড়ীস্থ বাদী মোঃ গিয়াস উদ্দিন প্রঃ বেলু (৫০) এর একতলা বসত বাড়িতে প্রবেশ করে অজ্ঞাতনামা ডাকাতেরা বাদী ও তার স্ত্রীর গলায় কিরিচ ধরে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে ঘরের আলমিরা হতে ক) নগদ ৩,২০,০০০/-টাকা, খ) ০৮ ভরি ওজনের স্বর্ণা অলংকারের সেট, যাহার মধ্যে (গলার হার, হাতের ছুড়ি, কানের দুল), গ) ০২ ভরি ওজনের স্বর্ণের গলার হার, ঘ) ০১ ভরি ওজনের স্বর্ণের কানের দুল, ঙ) ০১ ভরি ওজনের স্বর্ণের হাতের ০২টি বেসলেট, চ) ০৫ ভরি ওজনের স্বর্ণের ১২টি চেইন, ছ) ০১ ভরি ওজনের স্বর্ণের কানের দুল ০৪টি, জ) ০৫ বছর ০৬ মাস মেয়াদী ইউসিবিএল ব্যাংকের এফডিআর কপি ০২টি, সহ সর্বমোট ২৬,৬০,০০০/-টাকা লুট করে নেয় মর্মে বাদীর এজাহারে ভিত্তিতে কর্নফুলী থানায় মামলা নং-৩৯, তারিখ-৩০/০১/২৫ ধারা-৩৯৫/৩৯৭ রুজু করা হলে কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকশ টিম গত ০৬/০২/২০২৫ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানাধীন চাতুরী চেীমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মনির প্রকাশ সোলাইমান (৪০) কে গ্রেফতার করে। উক্ত আসামীর স্বীকারোক্তি মোতাবেক অপর আসামী ২। মৃণাল কান্তি ধর (৬৫) কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে ডাকাতি ঘটনায় লুষ্ঠিত স্বর্ণালংকার
১। স্বর্নের ০১ (এক) টি গলার হার, যার ওজন ০২ (দুই) ভরি, ২। স্বর্ণের ০২(দুই) টি হাতের বেসলেট, যার ওজন ০১ ভরি, ৩। স্বর্ণের ১০ (দশ) টি চেইন, যার ওজন ০৪ ভরি, ৪। স্বর্নের কানের দুল ০৪ (চার) টি, যার ওজন ০১ ভরি উদ্ধার করা হয়। আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী মো: মনির প্রকাশ সোলাইমান (৪০) বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
