Voice Chattogram

Voice Chattogram

আন্তর্জাতিক মাতৃভাষার মাসে রাজস্থলীতে সম্প্রীতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাতৃভাষার মাসে রাজস্থলীতে সম্প্রীতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তি সম্প্রীতির টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় কাপ্তাই জোন ৫৬ বেঙ্গলের অধীন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর হাসিব ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মঞোই মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, হেডম্যান পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি মৌজার হেডম্যান প্রেমা তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হাবীবুল্লাহ মিসবাহ, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শত শত দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই সম্প্রীতির ক্রিকেট টুর্নামেন্টে রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজস্থলী থানা একাদশ বনাম পাথরবন পাড়া একাদশ মুখোমুখি হয়। পাথরবন পাড়া একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে রাজস্থলী থানা একাদশকে ব্যাটিংয়ে পাঠায়। তারা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাথরবন পাড়া একাদশ নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ১৩২ তুলতে সক্ষম হয়। বিজয়ী দলের মোহাম্মদ রাজু ৮০ রান করে উদ্বোধনী ম্যাচের ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।

তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারি শিক্ষক উজ্জ্বল কুমার তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হেডম্যান পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন