Voice Chattogram

Voice Chattogram

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া এলাকায় ৭ বছরে কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগে হরেন্দ্র মনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার উত্তর গজারিয়া গ্রামের অখিল চন্দ্র মনিদাসের শিশু কন্যা কোহেলী (৭) কে তার প্রতিবেশী অমুল্য মনিদাসের পুত্র হরেন্দ্র মনি দাস (৩৫) প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়।এক পর্যায়ে কোহলীকে টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষন করে।এ সময় তার চিৎকারের লোকজন এগিয়ে আসলে হরেন্দ্র দৌড়ে পালিয়ে যায়।পরে বাড়ির লোকজন রক্তাক্তবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।ঘটনাটি জানাজানি হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুর মা ফুলতুলি দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ হরেন্দ্র কে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানা পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে হরেন্দ্র কে গ্রেফতার করা হয়েছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন