Voice Chattogram

Voice Chattogram

সিএমপিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৩৪

গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে মোট ৩৪ (চৌত্রিশ) জন আসামী গ্রেফতার।

গতকাল মঙ্গলবার ৪ জানুয়ারি দুপুর ১৪.০০ ঘটিকা হতে ৫ জানুয়ারি দুপুর ২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ আসামি গ্রেফতার করা হয়েছে।

নগরীর কোতোয়ালী থানার আসামী ০১। বশির আহাম্মদ প্রঃ মো বশির (৩৪), ০২। শামসুল আলম ভূঁইয়া বাবুল (৫৬), ০৩। মোঃ মিজান প্রঃ মিজানুর রহমান (৫৩), ০৪। মোহাম্মদ আলী আকবর (৪০), চকবাজার থানার আসামী ৫। মোঃ খায়েরুল ইসলাম প্রঃ তুষার (২৪), ৬। তয়ন বড়ুয়া (২২), সদরঘাট থানার আসামী ৭। মোঃ আরিফ আহম্মেদ (৩০), ৮। মোঃ হাছান (৪২), ৯। মোঃ জাহাঙ্গীর আলম (৪৪), পাহাড়তলী থানার আসামী ১০। মোঃ রাজু (৩০), ২৪ নং রামপুরা ওয়ার্ড যুবলীগের যুগ্ম আাহবায়ক ১১। । সুলতান মাহামুদুল হাসান(৪৩), বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ১২। মোঃ আরিফ(৩১), বন্দর থানার আসামী ১৩। মোঃ রুবেল, বায়েজিদ বোস্তামি থানার আসামী ১৪। মোঃ সেলিম প্রঃ রমজান আলী (২০), ১৫। মোঃ নিজাম উদ্দিন সজিব (২২), ১৬। মোঃ রেজাউল করিম তানভির (২৫), পাঁচলাইশ মডেল থানার আসামী ১৭। মোঃ আব্দুল শুক্কুর, কর্ণফুলী থানার আসামী আওয়ামীলীগের শিকলবাহা ইউনিয়নের যুবলীগের সংগঠক ১৮। মোঃ শহিদুল ইসলাম(৩২), আকবরশাহ থানার আসামী ১৯। মোঃ ইকবাল আহাম্মেদ আলভী (২১), ইপিজেড থানার আসামী ২০। মোঃ সাইফুল ইসলাম (২৫), ২১। মনছুর আলম (৩৫), বাকলিয়া থানার আসামী ২২। মো: তৈমুর শাহ প্রকাশ তৈমুর (৪০), ২৩। মো: হাসেম (৩১), ২৪। মো: আকবর হোসেন (৩০),পটিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়কসহ ২৫। মোঃ আনিসুল ইসলাম প্রঃ সৌমিক (৩১),২৬। মোঃ আরিফ হোসেন (২৪), ২৭। মোঃ শহিদুল ইসলাম শাওন (২৪), ২৮। তুহিন মুরাদ (৩২), ২৯। মোঃ মাহিম (১৯), চান্দগাঁও থানার আসামী ৩০। মোঃ দিদার (৩৯), ৩১। মোঃ ইমরান হোসেন (৩২), পতেঙ্গা মডেল থানার আসামী ৪১নং ওর্য়াড আওয়ামীলীগ এর সংক্রীয়কর্মী ৩২। মোঃ ওমর ফারুক (৩২), খুলশী থানার আসামী ৩৩। মোঃ জাবেদ আফসার চৌধুরী (৪৭) ও ৩৪। মোঃ আব্দুর রহিমসহ সর্বমোট ৩৪ (চৌত্রিশ) জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন